ঢাকা শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

শহীদ ওমর মেধা বৃত্তি

শহীদ ওমর মেধা বৃত্তি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বোয়ালখালীর শহীদ ওমর বিন নুরুল আবছারের স্মরণে শহীদ ওমর স্মৃতি মেধা বৃত্তি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা সদরের গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। শহীদ ওমর স্মৃতি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই বৃত্তি পরীক্ষায় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ৮৩৫ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ডা. মুহাম্মদ আবু নাছের, ডা. মোহাম্মদ খোরশেদ আলম, ইমাম উদ্দীন ইয়াছিনসহ পরীক্ষা নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা। আয়োজকরা জানান, শহীদ ওমরের স্মৃতি এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করতেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত