ঢাকা শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বগুড়ায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ার সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়নের শিচারপাড়া গ্রামে মা ও তার কিশোরী মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে ঘটেছে এ মর্মান্তিক ঘটনা। নিহতরা হলেন- চায়না খাতুন (৩২) ও তার মেয়ে খাদিজা (১৫)। চায়না শিচারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী ও নৈশপ্রহরী কামরুজ্জামানের স্ত্রী, আর খাদিজা স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সোনাতলা থানার ওসি কবির হোসেন বিষয়টি জানিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজের পর পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ দেখেন। দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তারা দরজা ভেঙে প্রবেশ করলে মা ও মেয়েকে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয় এবং ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য সদরুল আমীন লিমন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। চায়না ও তার মেয়ে স্বাভাবিক জীবনযাপন করতেন। ছোট মেয়েটি এ বছর সপ্তম শ্রেণিতে পড়াশোনা করছিল। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন হোক। ওসি কবির হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশ দুটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনার পেছনে পারিবারিক কলহ, মানসিক চাপ বা অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত