ঢাকা শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন

গাজীপুরের কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ি এলাকায় একটি ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী এলাকার ছাপড়া মসজিদ সংলগ্ন ইয়াসিন এন্টারপ্রাইজ নামের ওই ঝুট গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, হঠাৎ করে গোডাউনটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন গোডাউনের পুরো অংশে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভানোর কাজ শুরু করে।

প্রথমে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। মোট পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন বলেন, আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত