ঢাকা শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

মহেশপুরে ড্রাগন গাছ কেটে বিনষ্ট

মহেশপুরে ড্রাগন গাছ কেটে বিনষ্ট

ঝিনাইদহের মহেশপুরে রাতের আঁধারে এক কৃষকের এক বিঘা ড্রাগন ফলের বাগান কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন ওই কৃষক। ঘটনাটি ঘটেছে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের মাঠে। গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। ওই গ্রামের কৃষক মিঠুন হোসেন তিন বছর আগে এক বিঘা জমিতে প্রায় তিন হাজার ড্রাগন গাছ রোপণ করেছিলেন। গেল মৌসুমে ভালো ফলন ও দাম পেয়ে আশাবাদী ছিলেন তিনি। গতকাল শুক্রবার সকালে বাগানে গিয়ে গাছ কাটা অবস্থায় দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন মিঠুন হোসেন। তিনি জানান, রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে তার সব গাছ কেটে ফেলা হয়েছে। এতে তার দীর্ঘদিনের পরিশ্রম ও বিনিয়োগ এক নিমিষে শেষ হয়ে গেছে। মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত