
নির্বাচন পলিসি, স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন, নিরাপত্তা ইস্যু, ইশতেহারসহ নানা প্রসঙ্গে নিয়ে সাংবাদিকদের ব্রিফ করলেন মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের বিএনপি দলীয় প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন। গতকাল শুক্রবার শহরের দক্ষিণ ইসলামপুর এলাকায় ‘মিট দ্যা প্রেস’ এ আয়োজনে নিজের ভিশন-মিশন তুলে ধরেন এ প্রার্থী। কামরুজ্জামান রতন শিক্ষা, কর্মসংস্থান, কৃষি ও ক্রীড়াসহ জেলার সামগ্রিক উন্নয়ন নিয়ে নিজের ভিশন-মিশন তুলে ধরেন। এতে নির্বাচিত হয়ে দায়িত্ব পেলে জেলা ক্রীড়াঙ্গনের উন্নয়ন, নারী অধিকার ও ক্ষমতায়ন, তথ্যের মাধ্যমে প্রশিক্ষিত জনবল তৈরিসহ বিভিন্ন সমন্বিত উদ্যোগের বিষয়ে পরিকল্পনা কথা জানান তার পরিবারের সদস্যরা।
কামরুজ্জামান রতন বলেন, আমি নির্বাচন আচরণ বিধি মেনে প্রচারণা চালাবো। আমি কখনই সংঘাতের দিকে যাবো না। আর আমার ভয়েরও কিছু নেই। আমি বেগম খাালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীক ধানের শীষ প্রতীক মানুষের সামনে তুলে ধরেই এগিয়ে যাবো।