
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন পরিচালনা কমিটি গঠন সম্পন্ন হয়েছে। বিশিষ্ট শিক্ষা ও সমাজ সংস্কারক, অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, সাহিত্যিক, দার্শনিক, সুফী-সাধক পীরে কামেল হজরত শাহছুফী আলহাজ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর হাতে গড়া প্রতিষ্ঠান ‘নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন-এর কার্যকরী পরিষদ গঠন নিয়ে গতকাল শুক্রবার নলতা শরীফ শাহী জামে মসজিদের দ্বিতীয় তলায় বিশেষ সাধারণ সভায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. আফতাবুজ্জামানের সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য ইকবাল মাসুদের সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আহ্ছানিয়া মিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) পরিবারের সদস্য ও মিশরের নীতি নির্ধারকরা উপস্থিত ছিলেন।
এ সাধারণ সভায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পূর্বের পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী ২০২৬-২৭ (২ বছর মেয়াদে) সর্বসম্মতিক্রমে ৩০ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। সদ্য নব কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি জাহিদুল হকের বাবা বিশিষ্ট ব্যবসায়ী এ.এইচ.এম মাহফুজুল হক। সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ প্রাক্তন শিক্ষক ইউনুস আলী নির্বাচিত হয়েছেন।