
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাগ্নে, সাবেক সংসদ সদস্য ও ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নীলফামারী-১ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। গত বৃহস্পতিবার রাতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি মশাল মিছিল সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্ত্বরের পাঁচ মাথা মোড়ে প্রধান সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে দুই তিন বুঝিনা এক ছাড়া মানিনাসহ বিভিন্ন স্লোগান দেন। এর আগে গত বুধবার উপজেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরাসহ সর্বস্তরের মানুষজন একি দাবিতে বিক্ষোভ করেন। তারা দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে বিএনপি থেকে নীলফামারী-১ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। প্রসঙ্গত : নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপির জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দিরের নাম ঘোষণা করা হয়।