
সাতক্ষীরার দেবহাটায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা ফেয়ার মিশনের উদ্যোগে তিন দিনব্যাপী বই মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ফেয়ার মিশনের সহ-সভাপতি সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম। ফেয়ার মিশনের আয়োজনে প্রতিবছরই এই বই মেলার আয়োজন করা হয়। এ বছরও পারুলিয়া বালিকা বিদ্যালয় চত্বরে গত বৃহস্পতিবার বিকাল ৪টায় ৩ দিনব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়। পরে ২৭ ডিসেম্বর রাত ৮টায় সমাপনী অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলার সমাপনী করেন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন- পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ছাত্রনেতা আবিদ হাসান তানভির ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কেএম রেজাউল করিম।