
ফরিদপুরে স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ফান্ড কর্তৃক আয়োজিত ১৬তম রাত্রীকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার ফরিদপুর সদরের চর মাধবদিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী হাফেজ ডাঙ্গীতে খেলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টায় উদ্বোধন করা হয়। গিয়াস উদ্দিন খাঁন খান কলেজের প্রভাষক আবুল কালাম ছিদ্দিকি (ডাবলু)-এর সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, এসডিসি এর নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, বিএফএফের নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির, বাকীগঞ্জ ইসলামিয়া কামিল (এমএ) মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাসানুর রহমান রিয়াদ, মুবিন ফিশারিজ এর স্বত্বাধিকারী ফজলে রাব্বি মুবিন, ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফজলুল হামিদ তামিম, ফরিদপুর জজ কোর্টের এজিপি অ্যাডভোকেট রিয়াদুল ইসলাম প্রমুখ। স্টুডেন্ট ওয়েলফেয়ার ফান্ডের প্রধান নির্বাহী শাহাদাত হোসাইনের সঞ্চালনায় বক্তারা খেলাধুলার ভূমিকা ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
৪ শহিদ বুদ্ধিজীবীর নামে ৪টি দলের নামকরণ করা হয়। টানটান উত্তেজনাকর ফাইনালে শহীদ বুদ্ধিজীবী ড. গোবিন্দ্র চন্দ্র দেব দল, শহীদ বুদ্ধিজীবী আনোয়ার পাশা দলকে ৩ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।