ঢাকা সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে গ্রেপ্তার ১০

রংপুরে গ্রেপ্তার ১০

রংপুর জেলা ও মহানগর এলাকায় ডেভিল হান্ট ফেজ টু অভিযানে ২৪ ঘণ্টায় আ.লীগের সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার। গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলাসহ তাদের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করার পরিকল্পনার অভিযোগ রয়েছে।

রংপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলাসহ তাদের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করার পরিকল্পনার অভিযোগ রয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। ডেভিল হান্ট, ফেজ-টু এর অংশ হিসেবে রংপুর জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলায় এজাহারভুক্ত চারজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

তাদের প্রত্যেকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা ও ভাঙচুরের অভিযোগে থানায় মামলা রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত