ঢাকা সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

পাখি শিকার বন্ধে প্রচারণা

পাখি শিকার বন্ধে প্রচারণা

চুয়াডাঙ্গায় পাখি শিকার, বেচাকেনা ও পাচার রোধে মাসব্যাপী প্রচারণামূলক কার্যক্রম শুরু করেছে পরিবেশবাদী সংগঠন ‘বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ’। গতকাল রোববার চুয়াডাঙ্গা সদর উপজেলার ১০টি ইউনিয়নে এই প্রচারণার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা। তিনি বলেন, ‘জীববৈচিত্র্য রক্ষায় পাখির গুরুত্ব অপরিসীম। বন্যপ্রাণী সংরক্ষিত না হলে মানুষের অস্তিত্ব সংকটে পড়বে। পাখি রক্ষায় জনসচেতনতা বৃদ্ধিতে এই সংগঠনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল ইসলাম এবং পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহাজাহান। সংগঠনের সভাপতি ও বড় শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আহসান হাবীব শিপলু বলেন- চুয়াডাঙ্গার বিভিন্ন জলমহালে স্থানীয় ও পরিযায়ী পাখির বিচরণ থাকলেও অসাধু শিকারিরা প্রতিনিয়ত পাখি নিধন করছে। কৃষি ও মৎস্য সম্পদের সুরক্ষায় পাখি শিকার বন্ধ করা জরুরি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত