
ফেনীতে দ্যা স্কলারিকসের উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন দ্যা স্কলারিকস এর চেয়ারম্যান ব্যারিস্টার নাগা অভিজি। স্বাগত বক্তব্য রাখেন দ্যা স্কলারিকস এর কান্ট্রি ডিরেক্টর রাজাপুর কলেজের সহকারী অধ্যাপক (ইংরেজি) আবদুল হাইয়ুম জুয়েল। দ্যা স্কলারিকস কান্ট্রি কো-অর্ডিনেটর মোহাম্মদ তাহের উদ্দিন এর সভাপতিত্বে ও কমপ্লায়েন্স এডভাইজার
এম তাজ উদ্দিন পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাজাপুর কলেজের অধ্যক্ষ ছায়েদ আলী, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান মোস্তফা জামান, দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মহি উদ্দিন বাবুল, জয়নাল হাজারী কলেজের বাংলা বিভাগীয় প্রধান হারুনুর রশীদ, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, আল মদিনা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমাইয়া আক্তার, অ্যাডভোকেট খুরশিদ আলম মাহাদী, বিশিষ্ট শিক্ষানুরাগী শামীম আনসারি, ব্যাংক কর্মকর্তা তপু শরীফ ও বিশিষ্ট ব্যবসায়ী আলা উদ্দিন খন্দকার প্রমুখ।
সেমিনারে বক্তারা ফেনী জেলার বাসিন্দা উচ্চ শিক্ষা লাভে আগ্রহীদের বিশ্বের ছয়টি দেশ ইউকে, ইউএসএ, জার্মানি, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড ও কানাডাসহ বিভিন্ন দেশের উচ্চ শিক্ষায় ১৫০০ নামকরা বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। এতে ফেনী জেলার উচ্চশিক্ষিত ও মেধাবী ছাত্ররা বিশ্বের যেকোনো দেশে উচ্চ শিক্ষা লাভের সহায়তামূলক আয়োজনে উপকৃত হবেন বলে উপস্থিত সবাই মতামত ব্যক্ত করেন। উপস্থিত বক্তা ও অংশগ্রহণকারীরা এ আয়োজনের প্রশংসা করেন।