
যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষের (বিএনপি) মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ গতকাল রোববার কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- কেশবপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আবদুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আবদুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরীসহ উপজেলা ও পৌর বিএনপির নেতারা।