ঢাকা সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বোরহানউদ্দিনে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত তিন

বোরহানউদ্দিনে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত তিন

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। গতকাল রোববার বেলা আড়াইটার দিকে উপজেলার ইদারা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. মিজান (৩৬) তিনি লালমোহন উপজেলার মঙ্গল সিকদার এলাকার বাসিন্দা ও রিয়াজ উদ্দিন আইডি কার্ড অনুযায়ী তিনি এশিয়া ইউনিভার্সিটির ভিসা সেন্টারের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন এবং নিহত নারীর পরিচয় সনাক্ত করা যায়নি। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বোরহানউদ্দিনের ইদারা নামক এলাকায় একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন পুরুষ যাত্রী মারা যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠালে পথিমধ্যে এক অজ্ঞাতনামা নারী মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত আরও তিন জনকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে রাস্তার পাশেই পরে থাকতে দেখা যায়, তবে ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিচয় নিশ্চিত হওয়া ব্যক্তিদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত