
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সিলেটের ছয়টি সংসদীয় আসনে ৫৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে ৪৯ জন বিভিন্ন রাজনৈতিক দলের ও ৭ জন স্বতন্ত্র প্রার্থী।
গতকাল রোববার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় মনোনয়নপত্র বিতরণ ও দাখিল সংক্রান্ত এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে তফসিল ঘোষণার পর থেকে ৫৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও গতকাল রোববার পর্যন্ত একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
তফসিল অনুযায়ী আজ সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।