ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

শরীয়তপুরে তিন প্রার্থীর মনোনয়ন দাখিল

শরীয়তপুরে তিন প্রার্থীর মনোনয়ন দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ ও শরীয়তপুর-৩ আসনের বিএনপির প্রার্থী এবং শরীয়তপুর-১ আসনে স্বতন্ত্র ১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গত রোববার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তাহসিনা বেগমের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

শরীয়তপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাভাপতি শফিকুর রহমান কিরণ তার সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। শরীয়তপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরউদ্দিন আহমেদ অপু ভেদরগঞ্জ উপজেলার সহকারি রিটার্নিং অফিসারের কাছে মনোনয়পত্র দাখিল করেন। এদিকে শরীয়তপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা জেলা রিটার্নিং অফিসারের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত