
ঝিনাইদহের মহেশপুর পৌরসভার জলিলপুর হাজীপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে দুই কেজি গাঁজাসহ তিন জনকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। গতকাল সোমবার দুপুরে মহেশপুর থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল মোস্তাক আহম্মেদ (৫০) এর বসতবাড়ি সংলগ্ন টিনের ছাপড়া যুক্ত খড়ির ঘরে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করে। এ সময় মো. মোস্তাক আহম্মেদ (৫০), সাহারব উদ্দীন (২৫) ও মনোয়ারা খাতুন (৪৫) কে আটক করা হয়। তবে অন্য অভিযুক্ত আনোয়ার হোসেন (৩৪) পালিয়ে যায়।
এ ব্যাপারে মহেশপুর থানা অফিসার ইনচাজ মেহেদী হাসান জানান, মহেশপুরকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের অভিযান নিয়মিত চলবে।