
নেত্রকোনার মদনে হাওর থেকে শাওন নামের এক নবম শ্রেণির শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার সকালে উপজেলার মাঘান ইউনিয়নে বিকেল বাজারের পাশের হাওরের কৃষিজমি থেকে লাশটি উদ্ধার করা হয়। শাওন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী ভূইয়াহাটি গ্রামের দুলাল মিয়ার ছেলে। সে জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শাওন পৌরসদরে তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে লেখাপাড়া করে। বার্ষিক পরীক্ষা শেষে নিজ গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। গতকাল বিকেলে বাড়ি থেকে বের হলে রাতে ঘরে ফিরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও তাকে খুঁজে পায়নি। পরে সোমবার সকালে কৃষিজমি থেকে শাওনের লাশ উদ্ধার করে থানা পুলিশ।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দেবাংশু কুমার জানান, ‘খবর পেয়ে কৃষিজমি থেকে শাওন নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য তদন্তকার্যক্রম চলমান রয়েছে।