
জাতীয় নাগরিক পাটির (এনসিপি) মনোনীত প্রার্থী ইসরাত জাহান বিন্দু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল সোমবার নিজের লিখিত বক্তব্যে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
বক্তব্যে ইসরাত জাহান বিন্দু বলেন, এনসিপি প্রাথমিকভাবে ১২৫টি আসনে মনোনয়ন দিলে চাঁদপুরের ২৬১ নম্বর আসনে ‘শাপলা-কলি’ প্রতীক নিয়ে তাকে মনোনীত করা হয়। তিনি নিজের নির্বাচনি এলাকা চাঁদপুর-২, আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন, জুলাই আন্দোলনের সহযোদ্ধারা, আহত ও শহিদ পরিবারের সদস্য এবং মতলব উত্তর ও মতলব দক্ষিণের এনসিপির নেতারা। তবে সবার প্রতি সম্মান রেখে তিনি জানান, এবার তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন না। তার ভাষায়, দেশের সংসদে তরুণ প্রজন্মের জায়গা নিশ্চিতভাবেই হবে আজ না হলেও আগামী দিনে। এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে বলে উল্লেখ করেন তিনি। নির্বাচনি প্রস্তুতির জন্য আগে চালু করা ক্রাউডফান্ডিং প্রসঙ্গে ইসরাত জাহান বিন্দু বলেন, যারা অনুদান দিয়েছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে যারা অনুদান ফেরত নিতে চান, তাদের সম্মান জানিয়ে তিনি জানান, ধাপে ধাপে বিকাশের মাধ্যমে সব অনুদান ফেরত দেওয়া হবে। এ জন্য সংশ্লিষ্ট প্রক্রিয়া দ্রুতই জানানো হবে বলে আশ্বাস দেন তিনি। সমর্থকদের হতাশ করার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম। বক্তব্যের শেষাংশে তিনি ধর্মীয় আস্থা প্রকাশ করে বলেন, ‘হাসবুনাল্লহি ওয়ানি মাল ওয়াকিল।’