ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সোনারগাঁয়ে পাঁচ দিনব্যাপী জয়নুল জন্মোৎসব শুরু

সোনারগাঁয়ে পাঁচ দিনব্যাপী জয়নুল জন্মোৎসব শুরু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে গতকাল সোমবার পাঁচদিনব্যাপী জয়নুল জন্মোৎসব শুরু হয়েছে। শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এ জন্মোৎসবের আয়োজন করেছে শিল্পাচার্যের প্রতিষ্ঠান লোক ও কারুশিল্প ফাউন্ডেশন।

গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় ফাউন্ডেশনের লোকজ মঞ্চে জন্মোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক (উপ-সচিব) কাজী মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত। ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে উৎসবের লোককারুশিল্প মেলা অনুষ্ঠিত। এর আগে সকালে ফাউন্ডেশন চত্বরে শিল্পচার্যের আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে । মেলায় জামদানি, শীতল পাটি, শতরঞ্জি, নকশিকাঁথা, বাঁশ-বেত শিল্প, কাঠের হাতি-ঘোড়া, ঐতিহ্যবাহী রিকশা চিত্র, হাতপাখা, শখের হাঁড়িসহ নানা হস্তশিল্পের ১৭টি স্টল বসবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তিনটি গ্রুপে বাংলাদেশের লোককারুশিল্প বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত