ঢাকা বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ভাতিজিকে পিটিয়ে হত্যার অভিযোগ চাচার বিরুদ্ধে

ভাতিজিকে পিটিয়ে হত্যার অভিযোগ চাচার বিরুদ্ধে

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মাত্র ১৭০ টাকা হারানোকে কেন্দ্র করে মাদ্রাসা পড়ুয়া লামিয়া আক্তার (১৪) নামে এক ছাত্রীকে শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচার বিরুদ্ধে।

গত মঙ্গলবার উপজেলার আওরাবুনিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত লামিয়া আক্তার উত্তর চরাইল হাসেমিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। তিনি অভিযুক্ত জাকির হোসেন খানের বড় ভাই ফারুক খানের সৎ মেয়ে।

?পুলিশ ও নিহতের স্বজনদের বরাতে জানা যায়, পকেট থেকে ১৭০ টাকা হারানোকে কেন্দ্র করে লামিয়ার মা লিলি বেগমের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর শুরু করেন অভিযুক্ত জাকির হোসেন খান। এ সময় মাকে বাঁচাতে এগিয়ে এলে লামিয়াকেও শাবল দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা আহত মা-মেয়েকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতেই চিকিৎসকরা লামিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত লিলি বেগম বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত জাকির হোসেন খানকে আটক করে পুলিশে সোপর্দ করে

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত