
লক্ষ্মীপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে ২০২৬-২৭ সালের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন (নয়া দিগন্ত ) লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আ হ ম মোস্তাকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে চতুর্থ বারেও নির্বাচিত হয়েছেন (বাংলাদেশ প্রতিদিন) লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি সাইদুল ইসলাম পাবেল। সহ-সভাপতি পদে জহির উদ্দিন ২৯ ভোট, তৌহিদুর রহমান রেজা ২৯ ভোট পেয়ে ড্র করায় পূণরায় এ পদে নির্বাচন হবে ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার গাজী গিয়াস উদ্দিন। গত মঙ্গলবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার গাজী গিয়াস উদ্দিন নির্বাচিতদের নাম ঘোষণা করেন। যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন, কোষাধ্যক্ষ সোহেল রানা, সাহিত্য সংস্কৃতির সম্পাদক মোস্তাফিজ রহমান টিপু, ক্রীড়া ও সমাজ সেবা সম্পাদক আরিফ হোসেন, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম খান, প্রচার সম্পাদক নাজিম উদ্দীন রানা, কার্যকরী সদস্য রাজীব হোসেন রাজু, আফজাল হোসেন সবুজ। প্রেসক্লাবের মোট ভোটার সংখ্যা ৯০, ভোট দিয়েছেন ৯০ জন ভোটার। গত মঙ্গলবার লক্ষ্মীপুর প্রেসক্লাবের হল রুমে সকাল ৯ ঘটিকায় থেকে বিকাল ৩ ঘটিকায় পযন্ত এ ভোট গ্রহণ চলে। ব্যাপক উৎসব উদ্দীপনার মাধ্যমে লক্ষ্মীপুর প্রেসক্লাবের ভোট গ্রহণ শেষ হয়েছে।