ঢাকা বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

দেশজুড়ে গায়েবানা জানাজা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষ এতে অংশ নেন
দেশজুড়ে গায়েবানা জানাজা

কক্সবাজার : উখিয়া উপজেলায় পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা। গতকাল বাদ যোহর কোটবাজার স্টেশন চত্বরে এবং বিকাল আড়াইটায় উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজাকে কেন্দ্র করে উভয় স্থানেই নেমে আসে জনস্রোত। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান। তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জানাজায় অংশগ্রহণ করেন। কোটবাজারে অনুষ্ঠিত জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন রাজাপালং এমইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আব্দুল হক, উপজেলা জামায়াতের আমির মওলানা আবুল ফজল, উপজেলা কৃষকদলের সদস্য সচিব সাদমান জামি চৌধুরী, উখিয়া সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির মওলানা নুরুল হক এবং উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মালেক মানিক। এছাড়াও এনসিপি, জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা আলোচনায় অংশ নিয়ে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।

বগুড়া : জেলা শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজায় ইমামতি করেন আলতাফুন্নেসা খেলার মাঠ জামে মসজিদের ইমাম। জানাজা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আল্লাহর দরবারে ধৈর্য ধারণের তৌফিক কামনা করা হয়। জানাজায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা, আলেমণ্ডওলামা, শিক্ষক, ব্যবসায়ী এবং নানা শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করে।

রাজবাড়ী : গতকাল সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নে ইউনিয়ন বিএনপির আয়োজনে সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক মোস্তফা সিরাজুল কবির ইমামিত করেন। এ সময় খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ একেএম ইকবাল হোসেন, পাচুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো. রফিকুল ইসলাম, শ্রমিক দলের নেতা কাজী শামসুদ্দিন, মাইনুদ্দিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমান, সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন সেলিমসহ জেলার বিভিন্ন স্থান থেকে সহস্রাধিক নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করে।

রংপুর : গতকাল বুধবার বাদ যোহর কালেক্টরেট ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত গায়েবানা জানাজার নামাজে ইমামতি করেন নজিরহাট বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. হামিদুল ইসলাম। এতে অংশ নেন, মহানগর বিএনপির অন্যতম সদস্য কাওছার জামান বাবলা, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীসহ রাজনৈতিক ও সামাজিক, পেশাজীবী, ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ২ হাজারের বেশি নেতাকর্মী। গায়েবানা জানাজা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। ঢাকায় বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নিতে না পারা নেতাকর্মীরা রংপুরে গায়েবানা জানাজার ব্যবস্থা করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় আপসহীন নেত্রীর চিরবিদায়ে গভীর শোক প্রকাশ করেছে রংপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুরে সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকালে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারন ও কোরআন খতমের আয়োজন করে দলটি। এছাড়া বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুর জেলাজুড়ে শোক ব্যানার টাঙানো, সড়কের গুরুত্বপূর্ণ স্থানে মাইকে কোরআন তেলাওয়াত প্রচারের ব্যবস্থা করা হয়েছে। রাষ্ট্রীয় শোক ঘোষণা হওয়ায় বেগম খালেদা জিয়ার জানাজার আগ পর্যন্ত নগরীর ওষুধ ও খাবারের দোকান ছাড়া অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছিল ব্যবসায়ীরা। সকাল থেকে দুপুর পর্যন্ত শহরে অনেকটা সুনসান নিরবতা ছিল।

চাঁদপুর : চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজাকে কেন্দ্র করে শহরজুড়ে নেমে আসে মানুষের ঢল। জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষ অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানান। আবেগঘন পরিবেশে জানাজাস্থল যেন পরিণত হয় শোক ও ভালোবাসার মিলনমেলায়। অনেকের চোখে ছিল অশ্রু, মুখে ছিল দীর্ঘদিনের রাজনৈতিক ও মানবিক সম্পর্কের স্মৃতিচারণ। তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জানাজায় অংশগ্রহণ করেন, যা রাজনৈতিক সৌহার্দ্যরে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করে। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সফি উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মাস্টার, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসাইন, সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, জেলা গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল, চাঁদপুরের এনসিপির প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনিত চাঁদপুর-৩ আসনের মোমবাতি প্রতিকের প্রার্থী সাংবাদিক এএইচএম আহসান উল্লাহ, জেলা কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি জাহাঙ্গীর হোসেন, সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, খেলাফত মজলিস সুরা সদস্য বোরহান উদ্দিন, নাগরিক ঐক্যের আবু তাহের মাস্টার। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি এ দেশের গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ। তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

চট্টগ্রাম : নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা এবং বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। জানাজা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

নড়াইল : জেলা শহরের কুড়িডোব মাঠে জেলা বিএনপির আয়োজনে গায়েবানা জানাজা সম্পন্ন হয়। জানাজার নামাজ শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে দেন, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা বিএনপি উপদেষ্টা সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন শিকদার প্রমুখ। জানাজায় নড়াইল জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র রক্ষায় তার অবদানের কথা স্মরণ করেন। জানাজার নামাজ শেষে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তিও সমৃদ্ধি কামনা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত