ঢাকা শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বইয়ের মোড়ক উন্মোচন

বইয়ের মোড়ক উন্মোচন

রাজবাড়ী জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে রচিত ‘ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির আখ্যান’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার।

এ সময় বক্তব্য রাখেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) ড. মো. মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, বইটির লেখক অধ্যাপক সালাম তাসির, সহকারী অধ্যাপক শ. ম. রশীদ আল কামাল, নুরুল হক আলম, গণমাধ্যমকর্মী ও লেখক সৌমিত্র শীলসহ অন্যান্যরা। বক্তারা বলেন, রাজবাড়ী জেলার নামকরণ থেকে শুরু করে জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন দিককে কেন্দ্র করে বইটি সংকলিত হয়েছে। এই বইয়ের মাধ্যমে পাঠকরা রাজবাড়ী জেলার অতীত, সংস্কৃতি ও মানুষের জীবনধারা সম্পর্কে সম্যক ধারণা পাবেন। একইসঙ্গে জেলার ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ ও লালনে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত