
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বালুকোল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিযান চালিয়ে মাদ্রাসা সুপার জামায়াত নেতা ইউসুফ আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি ওই মাদ্রাসার সুপার এবং উপজেলা জামায়াতের আমির। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে নারীদের নিয়ে দলীয় কর্মসূচি আয়োজন করার অভিযোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন তাকে এ জরিমানা করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই মাদ্রাসায় জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে শতাধিক নারীদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়।