ঢাকা শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

নবীনগরে কৃষক প্রশিক্ষণ

নবীনগরে কৃষক প্রশিক্ষণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে পার্টনার প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ ও সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিসের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ৭০ জন কৃষকের মধ্যে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়।

একই সঙ্গে প্রত্যেক কৃষককে এক একর জমিতে আবাদ উপযোগী উচ্চ ফলনশীল ধানের বীজ ও প্রয়োজনীয় সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মামুনুর রশিদ, বৈজ্ঞানিক কর্মকর্তা তমালিকা সাহা এবং ফার্ম ম্যানেজার শামীম আহমেদ। প্রশিক্ষণে আধুনিক ধান চাষ পদ্ধতি, জলবায়ু সহনশীল জাত নির্বাচন, সার ব্যবস্থাপনা ও রোগবালাই দমন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন বলেন, জলবায়ু পরিবর্তনের বর্তমান বাস্তবতায় ব্রি উদ্ভাবিত উন্নত ও সহনশীল ধান জাতগুলো কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসব জাত চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কৃষকের আয়ও বাড়বে।

প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সময়মতো মানসম্মত বীজ ও সার পাওয়ায় তারা নতুন উদ্যমে চাষাবাদে আগ্রহী হচ্ছেন। এতে করে একদিকে যেমন ধানের উৎপাদন বাড়বে, অন্যদিকে কৃষকদের আর্থিক অবস্থারও উন্নয়ন ঘটবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত