
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে আসন্ন ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এ সময় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এবং রাষ্ট্রীয় শোকের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উপাচার্য তার বক্তব্যে উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি বলেন, আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য একটি বিশাল কর্মযজ্ঞ। প্রতিবারের মতো এ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে চবি প্রশাসন অঙ্গীকারবদ্ধ। তাই আসন্ন ভর্তি পরীক্ষা সুচারুরূপে সম্পন্ন করতে উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সব মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। উপাচার্য উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা বলেন, আপনাদের সহায়তায় প্রতি বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে আসছে। এবারও আশা করি আপনাদের আন্তরিক সহযোগিতায় সফলভাবে ভর্তি পরীক্ষা শেষ হবে। এ সময় সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তারা।
চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহিদ সরওয়ার্দীর সঞ্চালনায় সভায় চবি অনুষদগুলোর ডিন, চবি রেজিস্ট্রার, সহকারী প্রক্টর, চবি ছাত্র উপদেষ্টা, বিভিন্ন দপ্তরের প্রশাসক, বিভিন্ন অফিস প্রধান, চাকসুর ভিপি, জিএস ও এজিএস, সিএমপি কমিশনার ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের প্রতিনিধি, র্যাব-৭ এর প্রতিনিধি, চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার ও পিবিআই চট্টগ্রামের প্রতিনিধি, হাটহাজারী সার্কেল, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ, গোয়েন্দা সংস্থা ডিএসবি, এনএসআই ও ডিজিএফআই এর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন।