
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বনগাঁও পাঁচপীর এলাকার একটি পুকুরের পানি থেকে জেসি খাতুন নামে এ নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে ওই এলাকার কুদ্দুস নামে এক ব্যাক্তির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান স্থানীয় প্রশাসন। পুলিশ জানায়, পুকুরের পানিতে ওই নারীর লাশ ভাসতে দেখে খবর পুলিশ প্রশাসনকে খবর দেয় স্থানীয়রা। পরবর্তিতে থানা পুলিশসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুরের পানিতে ভেসে থাকা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী, সহকারী পুলিশ সুপার সার্কেল স্নেহাষীস দাস জানান, বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।