
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার কান্দাপাড়া মহল্লার শাহান সরকারের বাড়িতে ডাকাতির ঘটনায় অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় পুলিশ বিশেষ অভিযানে মাঠে নেমেছে। শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, গত বৃহস্প্রতিবার গভীর রাতে ওই বাড়ির ঘরের জানালার গ্রিল কেটে মুখোশ পড়া ৮-৯ জনের একদল ডাকাত ভেতরে প্রবেশ করে এবং স্বামী শাহান সরকারসহ তার স্ত্রীর হাত পা বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটায়। তাদের মারপিট ও অস্ত্রমুখে ডাকাতেরা আলমারি ভেঙ্গে ও আসভাবপত্র তছনছ করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতেরা চলে যাওয়ার পর স্বামী স্ত্রী চিৎকার করে। এ চিৎকারে প্রতিবেশিরা ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে। এ ডাকাতির ঘটনায় তাৎক্ষনিকভাবে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত শুক্রবার জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে শাহান সরকার বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেছেন।