ঢাকা সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ডাকাতির ঘটনায় পুলিশের বিশেষ অভিযান

সিরাজগঞ্জে ডাকাতির ঘটনায় পুলিশের বিশেষ অভিযান

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার কান্দাপাড়া মহল্লার শাহান সরকারের বাড়িতে ডাকাতির ঘটনায় অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় পুলিশ বিশেষ অভিযানে মাঠে নেমেছে। শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, গত বৃহস্প্রতিবার গভীর রাতে ওই বাড়ির ঘরের জানালার গ্রিল কেটে মুখোশ পড়া ৮-৯ জনের একদল ডাকাত ভেতরে প্রবেশ করে এবং স্বামী শাহান সরকারসহ তার স্ত্রীর হাত পা বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটায়। তাদের মারপিট ও অস্ত্রমুখে ডাকাতেরা আলমারি ভেঙ্গে ও আসভাবপত্র তছনছ করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতেরা চলে যাওয়ার পর স্বামী স্ত্রী চিৎকার করে। এ চিৎকারে প্রতিবেশিরা ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে। এ ডাকাতির ঘটনায় তাৎক্ষনিকভাবে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত শুক্রবার জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে শাহান সরকার বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত