ঢাকা সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

নীলফামারীতে এনসিপির মতবিনিময়

নীলফামারীতে এনসিপির মতবিনিময়

নীলফামারীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী জেলা শাখার আয়োজনে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের স্টেশন রোড ডালপট্টি এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি নীলফামারী জেলা শাখার আহ্বায়ক আব্দুল মজিদ, যুগ্ম আহ্বায়ক সামসুল হক শাহসহ দলের অন্যান্য নেতারা। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বলেন, জাতীয় নাগরিক পার্টি দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি করে। জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করাই এনসিপির মূল লক্ষ্য। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সমমনা রাজনৈতিক দলগুলোর ঐক্য অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, সে লক্ষ্যে জামায়াতে ইসলামীসহ অন্যান্য গণতান্ত্রিক শক্তির সঙ্গে এনসিপি ঐক্যবদ্ধভাবে কাজ করতে আগ্রহী। দেশ ও জনগণের স্বার্থে এই ঐক্য আগামী দিনে আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত