
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় নারী ও শিশুসহ ছয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়ন। বিজিবি সূত্রে জানা যায়, গত শনিবার ?রাতে পলিয়ানপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ৬০/২-আর এর কাছ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ জন ও গতকাল ভোরে শ্রীনাথপুর বিওপির সদস্যরা সীমান্ত পিলার ৬১-এমপি এলাকার একটি রাস্তা থেকে আরও ৩ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে মাদারীপুর জেলার রাজৈর থানার পুকুরিয়া গ্রামের নিহার বৈদ্য (৪৪) এবং ২ জন শিশু রয়েছে। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিল।