
টাঙ্গাইলে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তাঅধিকার অধিদপ্তর।
গতকাল রোববার সকালে এ অভিযান পরিচালনা করেন, জেলা ভোক্তাঅধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। তিনি জানান, বিক্রয় রশিদ না থাকায় এবং অতিরিক্ত দামে বিক্রি করার দায়ে সদর উপজেলার করটিয়া ইউনিয়নের গড়াসিন বাজারে জামান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা, একই ইউনিয়নের কুমুল্লি বাজারের আসমা ট্রেডার্সকে ১ লাখ টাকা এবং করটিয়া বাজারের আজাদ ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সন্তোষ প্রকাশ করে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল বলেন, জেলায় গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক দামে বিক্রি করছে।
ফলে ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত দামের চেয়ে তিন থেকে ৪০০ টাকা বেশি দামে সিলিন্ডার সংগ্রহে বাধ্য হচ্ছে গ্রাহকরা। এ ব্যাপারে জেলা ভোক্তাঅধিকার অধিদপ্তরের অভিযান অত্যন্ত সময়োপযোগী ও যোক্তিক। অভিযানে সদর উপজেলার সেনেটারি ইন্সপেক্টর সাহিদা আক্তারসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।