ঢাকা বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

নদী থেকে বালু উত্তোলন করায় জরিমানা

নদী থেকে বালু উত্তোলন করায় জরিমানা

নীলফামারীর ডিমলায় নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের অপরাধে গোলাম রাব্বানী নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রোববার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নটাবাড়ি এলাকায় নাউতারা নদী থেকে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জলমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ওই ব্যক্তিকে লাখ টাকা জরিমানা করা হয়। অর্থদণ্ড প্রাপ্ত ব্যক্তি ওই এলাকার রোস্তম আলীর ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা-নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি)-নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবীর। এ সময় ডিমলা থানা পুলিশ ও গ্রাম পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। জনসচেতনতা বৃদ্ধিতে ও জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত