ঢাকা বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

প্রতিবন্ধী বিদ্যালয়ে বই বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয়ে বই বিতরণ

ঝালকাঠিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের মধ্যে নতুন বই ও কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার স্থানীয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শতাধিক শিশুকে নতুন বই ও কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মমিন উদ্দিন শিক্ষার্থীর হাতে বই ও কম্বল তুলে দেন। বিদ্যালয়ের সভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসার সেগুফতা মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান, সাংবাদিক আজমির হোসেন তালুকদার প্রমুখ। এ সময় বক্তারা বলেন- প্রতিবন্ধীরা শিশুরা লেখাপড়া করে সমাজের উঁচু স্থানে অধিষ্ঠিত হতে পারে। সরকারের পাশাপাশি প্রতিবন্ধীদের উন্নয়নে আমাদের সবার উচিত যার যার অবস্থান থেকে প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত