
কক্সবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণঅভ্যুত্থানকালীন লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারের অগ্রগতি নিয়ে কক্সবাজার প্রেসক্লাব নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশ সুপার এএমএম সাজেদুর রহমান। গতকাল সোমবার পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস। মতবিনিময় সভায় কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সহ-সভাপতি কামাল হোসেন আযাদ, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সহ-সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, সদস্য শামসুল হক শারেক, নুরুল ইসলাম হেলালী, আবু ছিদ্দিক ওসমানী, আনছার হোসেন, মোরশেদুর রহমান খোকন, হাসানুর রশীদ, মোয়াজ্জেম হোসাইন সাকিল ও মোহাম্মদ হাশিম উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিক নেতারা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে মাদক কারবার, ছিনতাই, অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতির অভাব এবং গণঅভ্যুত্থানের সময় সারা দেশে লুট হওয়া পুলিশের প্রায় ১৮ শতাধিক অস্ত্রের এখনও সন্ধান না পাওয়া, এই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরেন তারা। পুলিশ সুপার এএমএম সাজেদুর রহমান বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সামাজিক সচেতনতাও অত্যন্ত জরুরি। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।’ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে পুলিশ সুপার আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে পুলিশ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।
তিনি সার্বিকভাবে দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং গণমাধ্যমের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানান। মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতেও এ ধরনের সমন্বয় সভা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।