ঢাকা শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

শীতার্তদের পাশে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি

শীতার্তদের পাশে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি

বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক, এই মানবিক আহ্বানে নওগাঁর পত্নীতলায় ১০০ জন শীতার্তদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটেলিয়নের উদ্যোগে ব্যাটালিয়ন সদরে স্থানীয় বিধবা-বৃদ্ধ নারী ও পুরুষ এবং অটিস্টিক-এতিম শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন, পিএসসি এবং সুবেদার মেজর মো. লাল মিয়া, বিডিআরএম। পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন বলেন- ক্রমবর্ধমান শীতের প্রকোপে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের যে কোনো দুর্যোগময় মুহূর্তে দেশ ও দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত