ঢাকা শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

কালীগঞ্জে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

কালীগঞ্জে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

গাজীপুরের কালীগঞ্জে ঢাকাগামী চলন্ত এগারো সিন্দুর প্রভাতী ট্রেনের পেছনের দুইটি বগি (কোচ) হঠাৎ বিচ্ছিন্ন হয়ে দুর্ঘটনায় পতিত হয়। টঙ্গী-ভৈরব রেলওয়ের কালীগঞ্জের দড়িপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রেলওয়ে সূত্র জানায়, গতকাল সোমবার সকাল সোয়া ১০টার দিকে টঙ্গী-ভৈরব রেলওয়ের দড়িপাড়া এলাকা অতিক্রম করার সময় ঢাকাগামী এগারো সিন্দুর প্রভাতী ট্রেনের পেছনের বগির সংযোগ স্থলের (জয়েন্টে) হুক খুলে গেলে বগি দুইটি মূল ট্রেন থেকে আলাদা হয়ে যায়। ঘটনার পরপরই রেলওয়ে কর্মীরা বগি দুইটি পুনরায় সংযুক্ত করলে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত