ঢাকা শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

রাঙামাটি জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

রাঙামাটি জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

রাঙামাটি জেনারেল হাসপাতালে (স্থাস্থ্য বিভাগে) বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত মঙ্গলবার দুদকের রাঙামাটি জেলা সমন্বিত কার্যালয় এ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করেন- রাঙামাটি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আহম্মদ ফরহাদ হোসেন, উপ-সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন, সহকারী পরিদর্শক মো. আবু সাদেক। এ সময় উপস্থিত ছিলেন- রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, জেনারেল হাসপাতালের আবাসিক প্রধান ডা. শওকত আকবর।

দুদক কর্মকর্তারা জেনারেল হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং ওষুধ সরবহার, চিকিৎসক ও কর্মচারীদের অনুপস্থিতির বিষয়টিতে অসঙ্গতি পান। রাঙামাটি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আহম্মদ ফরহাদ হোসেন বলেন, হট লাইনে বিভিন্ন বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে সদর হাসপাতালে আমাদের এ অভিযান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত