
রাঙামাটি জেনারেল হাসপাতালে (স্থাস্থ্য বিভাগে) বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত মঙ্গলবার দুদকের রাঙামাটি জেলা সমন্বিত কার্যালয় এ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করেন- রাঙামাটি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আহম্মদ ফরহাদ হোসেন, উপ-সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন, সহকারী পরিদর্শক মো. আবু সাদেক। এ সময় উপস্থিত ছিলেন- রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, জেনারেল হাসপাতালের আবাসিক প্রধান ডা. শওকত আকবর।
দুদক কর্মকর্তারা জেনারেল হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং ওষুধ সরবহার, চিকিৎসক ও কর্মচারীদের অনুপস্থিতির বিষয়টিতে অসঙ্গতি পান। রাঙামাটি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আহম্মদ ফরহাদ হোসেন বলেন, হট লাইনে বিভিন্ন বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে সদর হাসপাতালে আমাদের এ অভিযান।