ঢাকা রোববার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

টেকনাফে টানা জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ

টেকনাফে টানা জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন বঙ্গোপসাগরে শীতকালীন মৌসুমে জেলেদের টানা জালে ধরা পড়েছে প্রায় ১০৯ মণ ওজনের ছুরি মাছ। গতকাল শনিবার ভোর ৫টায় টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া নৌঘাট থেকে ২৫ জন মাঝিমাল্লা নিয়ে সমুদ্রে রওনা দেন। পরে দুপুরে জাল টানা শুরু করেন এবং কয়েকঘণ্টা পর ঝাঁকে ঝাঁকে ছুরি মাছ দেখা যায়। সরজমিনে দেখা যায়, টানা জালটি টেনে আনার সময় টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার বাসিন্দা মৌলভী হাফেজ আহমদের মালিকানাধীন জালে প্রায় ১০৯ মণ (৪ হাজার ৩৬০ কেজি) ছুরি মাছ ধরা পড়ে। মাছগুলো স্থানীয় ব্যবসায়ী মো. এখলাস প্রতি মণ সাড়ে ৭ হাজার টাকায় ক্রয় করেন। এ হিসেবে মাছের মোট বাজারমূল্য দাঁড়ায় ৮ লাখ ১৭ হাজার ৫০০ টাকা। মাছগুলো ডাম্প করে জীপ গাড়িতে নিজের গোদামে রাখা হবে এবং শুঁটকিজাত করে পরবর্তীতে কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকায় বিক্রির উদ্দেশ্যে পাঠানো হবে। টানা জালের মালিক হাফেজ আহমদ বলেন, আমি দুইটি মাদ্রাসা পরিচালনা করি। প্রতিটি মাদ্রাসার সভায় একটি করে গরু দিই। গত ৯ জানুয়ারি শুক্রবার মাদ্রাসার জন্য গরু কিনেছি, কিন্তু টাকা দিতে পারিনি। আল্লাহর রহমতে প্রতিবার আমার জালে প্রচুর মাছ ধরা পড়ে। এ বছরও ছুরি মাছ ভালো পাওয়া গেছে। স্থানীয় ব্যবসায়ী মো. এখলাস বলেন, আমি প্রায় ২৫ বছর ধরে মাছের ব্যবসা করি। শীতকালে সমুদ্রে প্রচুর মাছ পাওয়া যায়। মাছগুলো পরিষ্কার করে শুঁটকি বানানো হবে এবং চট্টগ্রাম ও ঢাকায় পাঠানো হবে। আশা করি লাভবান হব। মাঝি মো. ইসলাম জানান, এই সিজনে অনেকদিন আমরা মাছ কম পেয়েছি। গতকাল শনিবার ২০ জন মাঝি-মাল্লা নিয়ে সমুদ্রে গিয়ে প্রায় ১০ লাখ টাকার মাছ পেয়েছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত