ঢাকা বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সিনেমায় নয়, এখন নাটকেই বেশি ব্যস্ত সারা জেরিন

সিনেমায় নয়, এখন নাটকেই বেশি ব্যস্ত সারা জেরিন

বাংলাদেশের চলচ্চিত্রের মেধাবী পরিচালক জাকির হোসেন রাজু পরিচালিত ‘জি¦ হুজুর’ সিনেমায় চিত্রনায়ক সাইমনের বিপরীতে অভিনয়ের মধ্যদিয়ে নায়িকা হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল সারা জেরিনের। এরপর সারা জেরিনকে ‘অন্যরকম ভালোবাসা’, ‘রোমিও’, ‘তোমার জন্য মন কাঁদে’, ‘চিটার’, ‘নিশ্চুপ ভালোবাসা’ সিনেমায় অভিনয় করতে দেখা যায়। কিছুদিন আগে জুলফিকার আলী ভুট্টোর পরিচালনায় ‘বউ হওয়া কী মুখের কথা’ সিনেমাতেও অভিনয় শুরু করেছিলেন। সিনেমাটির ষাট ভাগ কাজও জেরিন শেষ করেছিলেন। কিন্তু আপাতত এই সিনেমার কাজ বন্ধ আছে বলে জানান জেরিন। তবে এরই মধ্যে জেরিন শেষ করেছেন রুবেল মাহমুদের ‘তুমি করে বলবে’ সিনেমাটি। এতে তিনি অতিথি চরিত্রে অভিনয় করেছেন। তবে সারা জেরিন সিনেমাতে অভিনয়ের চেয়ে এখন নাটকে অভিনয়েই বেশি ব্যস্ত। জেরিন অভিনীত মাইনুল হাসান খোকন পরিচালিত ধারাবাহিক নাটক ‘মায়ার সংসার’ প্রচার হচ্ছে এটিএন বাংলায়। একই পরিচালকের ‘গৃহলক্ষী’ ধারাবাহিকটি প্রচার হচ্ছে নাগরিক টিভিতে। এরই মধ্যে বেশ কয়েকটি খণ্ড নাটকের কাজও শেষ করেছেন তিনি। তারমধ্যে জেরিন বিশেষভাবে যে দুটি নাটক নিয়ে আশাবাদী সে দুটি নাটক হচ্ছে ‘রূপের বাইদানী’ ও ‘চোরের বউ’। দুটি নাটকের কাজ সম্প্রতি শেষ হয়েছে। শুধু নাটকে অভিনয় নিয়েই যে ব্যস্ত সারা জেরিন এমনটি নয়। তিনি গুণী সঙ্গীতশিল্পী ন্যানসির একটি গানে ও মেজবাহ শরীফের একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন। শিগগিরই দুটি গান ইউটিউবে প্রকাশ হবে বলে জানান সারা জেরিন। তবে যে কাজটি নিয়ে সারা জেরিন এই সময়ে বেশি আশাবাদী সেটি হলো ‘লাশ’ নামক একটি ওয়েব ফিল্ম। বিজ্ঞাপন নির্মাতা আকাশ আমিন ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন। খুলনায় জন্ম নেয়া নড়াইলের মেয়ে সারা জেরিনের বাবা মো. আজিজুর রহমান, মা বেবী রহমান। ইভেন্ট ম্যানেজম্যান্ট ব্যবসাীয় মাকসুদ আহমেদের সঙ্গে বিয়ের পর সংসার নিয়েই কিছুদিন ব্যস্ত ছিলেন সারা জেরিন। এখন আবার অভিনয়ে নিয়মিত তিনি।

তার একমাত্র সন্তান মানসিফ আহমেদ। ১৬ অক্টোবর জন্ম নেয়া সারা জেরিন তার বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে বলেন, ‘সিনেমাতে আমার খুব চমৎকারভাবে যাত্রা শুরু হয়েছিল। জি¦ হুজুর সিনেমাটি ২০১২ সালের ১৩ এপ্রিল মুক্তি পায়। এই সিনেমাটির প্রযোজক ছিলেন আব্বাস উল্যাহ আঙ্কেল। তিনি সিনেমাটিতে অভিনয়ও করেছিলেন। জাকির হোসেন রাজু স্যারের পরিচালনায় আমি, আমরা সবাই একটি টিম হয়ে কাজ করেছিলাম। সেই সবই আজ স্মৃতি। এরপর আরো বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছিলাম। সিনেমাগুলোতে অভিনয় করে বেশ ভালো সাড়া পেয়েছিলাম। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যে তারা আমার অভিনীত সিনেমাগুলো দেখেছেন এবং তাদের অভিমতও প্রকাশ করেছেন। এখন আসলে নাটকেই বেশি কাজ করছি। নাটকগুলোও চ্যানেলে প্রচারের পর বেশ ভালো সাড়া পাচ্ছি। তবে লাশ নামের ওয়েবফিল্মটি নিয়ে আমি খুব আশাবাদী।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত