ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

‘তাণ্ডব’ টিজারে দুর্দান্ত চমক

‘তাণ্ডব’ টিজারে দুর্দান্ত চমক

এবারের ঈদুল আজহায় মুক্তি পাবে ঢালিউড তারকা শাকিব খানের সিনেমা ‘তাণ্ডব’। ছবিটির একটি টিজার প্রকাশ করা হয়েছে গতকাল সকাল ১১টায়, শাকিবের ফেসবুক পেজে। টিজারটি প্রকাশ হতেই দারুণ সাড়া ফেলেছে। এর শুরুতেই হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ‘দেশজুড়ে ভয়াবহ দুর্যোগের সম্ভাবনা রয়েছে। সব পুলিশ স্টেশনকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সমগ্র দেশের তাপমাত্রা ও গতিবেগ অস্বাভাবিক ভয়ংকর।’ আরও বলা হয়, ‘সব দেশবাসী তাই যে যেখানে অবস্থান করছেন, সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে।’ এমন হুঁশিয়ারি জানানোর পরপরই এক মুখোশধারী হাজির হন। তার পেছনে একদল অস্ত্রধারী দেখা যাচ্ছে। সবাই মাঙ্কি মাস্ক পরে আছেন! দেশের আবহাওয়া বিভাগের প্রচারিত পূর্বাভাসের মতো হুঁশিয়ারি দিয়েই ‘তাণ্ডবে’র টিজারের সূচনা। এমন হুঁশিয়ারি জানানোর পর সেই মুখোশ পরা অস্ত্রধারী দল নেমে পড়ল তাণ্ডব চালাতে। তারা সোয়াট বাহিনীকে পরাস্ত করে ঢুকে পড়ল একটি গুপ্ত স্থানে। সেখানেও তাদের তাণ্ডব চলমান। ‘তাণ্ডব’ সিনেমার দেড় মিনিটের এ টিজারের অ্যাকশন ও কৌতূহলে ভাসিয়েছেন পরিচালক রায়হান রাফী। তবে প্রথম এক মিনিটেও ছিল না শাকিব খানের দেখা। টিজারের দর্শকরা তাদের প্রিয় নায়ককে দেখার জন্য মুখিয়ে ছিলেন। তবে কি মাঙ্কি মাস্কের আড়ালেই শাকিব রয়েছেন! কৌতূহল যেন আরও বৃদ্ধি পায়। এমন তাণ্ডব চালানোর এক পর্যায়ে ক্যামেরার সামনে মাথা নাড়াতে দেখা যায় মাঙ্কি মাস্ক পরা এক গ্যাংকে। মাস্কটি নিজেই খুলে দেখা দেন শাকিব। টিজারটিতে এই লুকে শাকিবকে দেখে অবাক হন দর্শক! সবাই তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। টিজারের একটি দৃশ্যে জয়া আহসানেরও দেখা মিলেছে। ধারণা করা হচ্ছে আসছে কোরবানি ঈদে ‘তাণ্ডব’ দিয়ে আবারও ইন্ডাস্ট্রি কাঁপাবেন শাকিব খান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত