ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

আইনি ব্যবস্থা নেবেন ‘তাণ্ডব’ এর প্রযোজক

আইনি ব্যবস্থা  নেবেন ‘তাণ্ডব’ এর প্রযোজক

ঈদের দেড় সপ্তাহের মাথায় পাইরেসির শিকার হয়েছে শাকিব খানের আলোচিত সিনেমা ‘তাণ্ডব’। রায়হান রাফী পরিচালিত এ ছবিটি এত দ্রুতই পাইরেসি হয়ে যাওয়ায় হতবাক ছবি সংশ্লিষ্টরা। কারণ এখনও পুরোদমে সিনেপ্লেক্স ও বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে বেশ দাপটের সঙ্গে চলছে ছবিটি।

এর আগে গত ঈদেও শাকিবের ‘বরবাদ’ পাইরেসির কবলে পড়েছিল মুক্তির এক মাস পর। জানা গেছে, ‘তাণ্ডব’ ছবিটির ঝকঝকে এইচডি ভার্সন অনলাইনে পাওয়া যাচ্ছে। এরইমধ্যে টেলিগ্রামেও ছড়িয়ে গেছে ছবিটি। শুরু থেকেই ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। সেটাকে পুঁজি করে ছবির বিভিন্ন অংশ সোশ্যাল মিডিয়ায় ফাঁস হতে থাকে মুক্তির দিন থেকেই। অবশেষে গত শুক্রবার থেকে পুরো ছবিই অনলাইনে দেখা যাচ্ছে।

ছবির কলাকুশলীরা পাইরেটদের হুঁশিয়ারি দিয়েছিলেন। তবুও তারা পাইরেসি ঠেকাতে ব্যর্থ হলেন। তবে, পুরো ছবি পাইরেসি হয়ে যাওয়ার পর গতকাল বিকালে ছবির পরিচালক ও প্রযোজকরা বৈঠক করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত