বাংলাদেশের এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজা আমেরিকায় প্রথম সন্তানের মা হন। দেশে ফেরার পর তার একমাত্র কন্যাকে নিয়েই বেশি সময় কেটে যায়। যে কারণে দেশের বাইরে স্টেজ শোতে গান গাইবার অনেক প্রস্তাব এলেও সেই সময়টাতে তার কন্যা একেবারেই ছোট বলে শো’তে পারফর্ম করার সুযোগ হয়ে উঠেনি লিজার। নিজে থেকেই সেসব শো থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন। শিল্পী প্রত্যেক মায়ের জীবনেই এমন সময় আসে যখন সন্তানের জন্য নিজের ক্যারিয়ারের অনেক সুযোগ সেক্রিফাইজ করতে হয়। লিজাও তার কন্যার জন্য করেছেন। তবে এবার আর সুযোগ মিস করেননি। ইউরোপের পাঁচটি দেশে স্টেজ শো’তে অংশগ্রহনের উদ্দেশ্যে এরইমধ্যে ফ্রান্সে পৌঁছে গেছেন লিজা। আজ ২২ জুন ফ্রান্সের প্যারিসে, ২৯ জুন বেলজিয়ামে, ৫ জুলাই সুইজারল্যাণ্ডে, ৬ জুলাই ইতালী ও ১৩ জুলাই স্পেন-এ প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে সঙ্গীত পরিবেশন করবেন লিজা। সঙ্গীতশিল্পী আয়েশা মৌসুমীও লিজার সঙ্গে প্রতিটি শো’তে একইমঞ্চে পারফর্ম করবেন বলে জানা গেছে। লিজা বলেন,‘ একজন সঙ্গীতশিল্পীর ভীষণ প্রিয় স্থান হচ্ছে স্টেজ। স্টেজ শোতে একজন শিল্পীকে সত্যিকার অর্থে চেনা যায়। কারণ স্টেজ শোতে দর্শকের প্রতিক্রিয়া সরাসরি পাওয়া যায়।