‘কাজল রেখা’ সিনেমা দিয়ে চিত্রনায়িকা হিসেবে বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে অভিষেক হয় মন্দিরা চক্রবর্ত্তীর। তার প্রজন্মের সবচেয়ে সুন্দরী নায়িকা হিসেবে প্রথম সিনেমাতে অভিনয়ের মধ্যদিয়ে দর্শকের মন জয় করে নেন মন্দিরা। দেশে বিদেশে ‘কাজল রেখা’ সিনেমাতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী হিসেবে সম্মাননাতেও ভূষিত হয়েছেন। ‘কাজল রেখা’র মুক্তির পর মন্দিরা চক্রবর্ত্তী চিত্রনায়ক আরিফিন শুভ’র সঙ্গে ‘নীল চক্র’ সিনেমাতে অভিনয় করেন। সিনেমাটি গত ঈদে দেশের সিনেপ্লেক্সগুলোতে মুক্তি পেয়েছে। মিঠু খান পরিচালিত ‘নীল চক্র’ সিনেমাতে রাইমা চরিত্রে র্দুদান্ত অভিনয় করেছেন, এটা সিনেমা হলে গিয়ে ‘নীল চক্র’ দেখা দর্শকের ভাষ্য। দেশের অনেক দর্শক হল থেকে সিনেমাটি দেখা শেষে ফেসবুকে নীল চক্র’ নিয়ে লেখালেখির মাঝে মন্দিরার অভিনয় নিয়ে ভূঁয়সী প্রশংসা করেছেন। মন্দিরাকে আগামীতে আরো ভালো ভালো গল্পে আরো দুর্দান্ত চরিত্রে অভিনয়ের ব্যাপারেও দর্শক পরামর্শ দিয়েছেন। দর্শকের এমন কথায় ভীষণ অনুপ্রাণিত হয়েছেন মন্দিরা। তাই ‘কাজল রেখা’র পর ‘নীল চক্র’ মুক্তির পর বেশ কয়েকটি সিনেমাতে কাজ করার প্রস্তাব আসলেও সেসবে আপাতত মনোযোগ না দিয়ে ‘নীল চক্র’র নিয়েই আপাতত মগ্ন আছেন তিনি। প্রস্তাব আসা সিনেমাগুলোর গল্প বা তাতে কাজ করা নিয়ে কিছুদিন পরে ভাববেন। এই মুহুর্তে ‘নীল চক্র’কে ঘিরে উচ্ছ্বাস আর সাফল্যের সময়টুকুই উপভোগ করতে চান। গত ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে নায়িকা হিসেবেও সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন মন্দিরা। এরইমধ্যে বসুন্ধরা সিনেপ্লেক্স, এসকেএস সিনেপ্লেক্সে চারবার দর্শকের সঙ্গে বসেই নিজের অভিনীত সিনেমাটি উপভোগ করেছেন মন্দিরা। ‘নীল চক্র’র সফলতা ও আগামীতে সিনেমাতে কাজ করা প্রসঙ্গে মন্দিরা চক্রবর্ত্তী বলেন,‘ কাজল রেখা দিয়ে যখন আমার অভিষেক হলো তখন আমার যে প্রত্যাশা ছিলো তার চেয়ে বেশি সাড়া পেয়েছি নবাগত হিসেবে। আর নীল চক্র’তে যারাই হলে গিয়ে সিনেমাটি উপভোগ করেছেন প্রত্যেকেই আমার অভিনয়ের ভীষণ প্রশংসা করেছেন। তারা আগামীতে আরো ভালো অভিনয় করার ব্যাপারেও মনোযোগী হতে বলেছেন। অনেক দর্শক, সহকর্মী আমাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আমি অনুপ্রাণিত। যে কারণে আগামীতে আমি আরো খুউব ভালো গল্পের প্রতি এবং আমার নিজের চরিত্রের প্রতি ভীষণ মনোযোগ রাখতে চাই। অবশ্যই একজন শিল্পীর জন্য সম্মানীটা গুরুত্বপূর্ণ।