একই সিনেমায় মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরীকে পাওয়া আমার জন্য ভাগ্যের ব্যাপার বলে মন্তব্য করেছেন ঢালিউড অভিনেতা শরিফুল রাজ। ঈদে মুক্তি প্রাপ্ত সিনেমা ‘ইনসাফে’র বিশেষ প্রদর্শনী শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন শরিফুল রাজ। ‘ইনসাফ’-এ ভয়ঙ্কর লুকে ফারিণ, কোরিয়ান ছবির পোস্টারের সঙ্গে মিল! তিনি বলেন, ‘আমি আজকে ফাইনালি সিনেমাটি হলে বসে দেখলাম। আমার মনে হয় ফাইনালি ‘ইনসাফ’ টিমের সবার সঙ্গে দেখার সৌভাগ্য হলো। সিনেমাটি দেখের পর বলছিলাম সঞ্জয় সমাদ্দার দাদাকে ধন্যবাদ। কারণ উনিই সবাইকে নিয়ে ছবিটি দেখার পরিকল্পনা করেছিলেন। যারা সিনেমাটি দেখতে এসেছিলেন সবাই আমাদের খুব পরিচিত। সিনেমাটি দেখে সবাই অনেক এপ্রিশিয়েট করছেন।’ রাজ যোগ করেন, ‘সিনেমা মুক্তির তিন সপ্তাহ পর এখনও সিঙ্গেল স্ক্রিনসহ আরও কিছু হল বাকি আছে। তাই আমরা আরও ভালো কিছু প্রত্যাশা করছি। সিনেমার সফলতার পেছনের কারিগর সঞ্জয় সমাদ্দার, আমি না। ওনার নির্দেশনা এবং এ সিনেমার পুরো টিমের চেষ্টা। তারপরে আসলে আমার অভিনয়। আমি চেষ্টা করেছি ভালো ক্যারেক্টার করার। ঢালিউড অভিনেতা শরিফুল রাজ মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর প্রসঙ্গে টেনে বলেন, ‘একই সিনেমাতে মোশাররফ করিম এবং চঞ্চল চৌধরীকে পাওয়া আমার জন্য ভাগ্যের ব্যাপার। কারণ আমার সিনেমা ক্যারিয়ারে যাদের সঙ্গে কাজের সক্ষ্যতা বরাবরই ওনাদের সঙ্গে দেখা হয়েছে। একই সিনেমাতে এরকম গুণী মানুষের ইনভলভমেন্ট ইন্ডাস্ট্রির জন্য ভালো। সবার প্রচেষ্টা যখন একসঙ্গে হবে তখন একটা সিনেমা আরও বড় হবে।’ ইনসাফ প্রযোজনা করেছে তিতাস কথাচিত্র ও টিওটি ফিল্মস। শরিফুল-ফারিণ ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর প্রমুখ।