একজন মডেল হিসেবেই তিনি দর্শকের কাছে সমাদৃত হয়েছেন। বিগত বেশ কয়েকবছরে বহু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে তিনি তারকাখ্যাতি পেয়েছেন। কিছুদিন আগে তবে এবার তিনি নাটকে অভিনয়ে মনোযোগী হয়ে উঠার চেষ্টা করছেন। কিছুদিন আগেই ধ্রুব মিউজিক স্টেশেনে প্রকাশিত হয়েছে লুৎফর হাসানের কণ্ঠে নতুন গান ‘আকাশ হয়ে যাই’ গানটি। গানটি লিখেছেন জাহিদ আকবর, মিউজিক করেছেন তরিক। গানটিতে লুৎফর হাসানেরই সঙ্গে মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন পূর্ণিমা বৃষ্টি। গানটি যেমন শ্রোতা দর্শক পছন্দ করেছেন, গানের ভিডিওতে লুৎফর হাসানের সঙ্গে পূর্ণিমা বৃষ্টির অভিনয়ও বেশ উপভোগ করেছেন। এরইমধ্যে পূর্ণিমা সেখান সেলিমের নির্দেশনায় ‘ইন্টারন্যাশনাল গুণ্ডা’ নাটকে গল্পের অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন। একই পরিচালকের ‘পালিয়ে বিয়ে’ নাটকেও অভিনয় করেছেন। দুটি নাটকই শিগগিরই প্রচারে আসবে বলে নিশ্চিত করেছেন পূর্ণিমা বৃষ্টি। পূর্ণিমা বৃষ্টি বলেন, ‘আকাশ হয়ে যাই-গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে বেশ ভালো সাড়া পেয়েছি। তবে এরইমধ্যে যে দুটি নাটকে অভিনয় করেছি সে দুটি নাটক নিয়েও আমি ভীষণ প্রত্যাশী। কারণ দুটি নাটকেরই গল্প এক কথায় দুর্দান্ত। দুটি নাটকেই আমার চরিত্রও মনের মতোন। আমি চেষ্টা করেছি মন দিয়ে অভিনয় করে দুটি নাটকেরই চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে। নাটক দুটি প্রচারে এলে আশা করছি দর্শকের ভালোলাগবে। আর এখন থেকে টিভি নাটকে নিয়মিত অভিনয় করার চেষ্টা যেমন থাকবে। ঠিক তেমনি ভালো ভালো গানের মিউজিক ভিডিওতেও মডেল হবার চেষ্টা থাকবে। সত্যি বলতে কী মিডিয়াতে কাজ করতে এসেছি মন থেকেই। তাই যাই করিনা কেন মন দিয়েই করার চেষ্টা থাকে আমার।’ পূর্ণিমা বৃষ্টি জানান, দুটি নাটকই শিগগিরই প্রচারে আসবে। পূর্ণিমা জানান, শিগগিরই প্রচারে আসছে তার নতুন দুটি বিজ্ঞাপন। একটি বোম্বে সুইটস’র অন্যটি যমুনা এসির। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে পূর্ণিমা বৃষ্টি অভিনীত সৌরভ কুণ্ডু পরিচালিত ‘গিরগিটি’ সিনেমাটি। এতে পূর্ণিমার বিপরীতে আছেন এবিএম সুমন। এর আগে পূর্ণিমা বৃষ্টি ‘ঢাকা ড্রিম’ সিনেমাতেও অভিনয় করেছিলেন।