
নাটকের অভিনেত্রী তানজিন তিশা। দীর্ঘদিন টিভি নাটকে অভিনয়ের পর নাম লেখান ওটিটিতে। এ মাধ্যমে বেশ কিছু কনটেন্টে তার উপস্থিতি দেখা গেছে। দর্শকপ্রিয়তাও পেয়েছেন। তবে এ অভিনেত্রীকে এখনও সিনেমায় দেখা যায়নি। তার সমসাময়িক নাটকের একাধিক নায়িকার সিনেমায় অভিষেক হলেও এ অভিনেত্রী রয়েছেন পিছিয়ে।
সিনেমা প্রসঙ্গে একাধিকবার গণমাধ্যমে জানান, পছন্দমতো গল্প পেলেই অভিনয় করবেন। এরমধ্যে অনেক প্রস্তাব তিনি পাচ্ছেন কিন্তু সেগুলো পছন্দ না হওয়াতে বড় পর্দার যাত্রা শুরু করতে পারছেন না। তবে কারা প্রস্তাব দিয়েছেন সে বিষয়ে কোনো তথ্য তিনি তখনও দেননি। বা নির্মাতাদের পক্ষ থেকেও কোনো তথ্য গণমাধ্যমে দেওয়া হয়নি। তাই নেটিজেনদের মনে প্রশ্ন উঁকি দিচ্ছে আদৌ কি প্রস্তাব পাচ্ছেন এ নায়িকা? সে হিসেব তোলাই থাক। সম্প্রতি জানা গেছে, কলকাতার একটি সিনেমায় যুক্ত হয়েছেন এ নায়িকা। টালিউড দিয়েই হতে যাচ্ছে তার বড় পর্দার অভিষেক। সিনেমার নাম ‘ভালোবাসার মরসুম’। পরিচালনা করবেন কলকাতারই নির্মাতা এমএন রাজ। এতে প্রধান চরিত্রেই থাকবেন তিশা। তার চরিত্রের নাম হিয়া। তিনি অভিনয় করবেন বলিউড অভিনেতা শারমান যোশির বিপরীতে। দুজনে স্বামী-স্ত্রী হয়ে ধরা দেবেন পর্দায়। এমনটাই কলকাতার গণমাধ্যমে নিশ্চিত করেছেন পরিচালক।
একইসঙ্গে বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও এ নিয়ে বেশ হইচই। কিন্তু যাকে নিয়ে এত আয়োজন, সেই ব্যক্তিই অর্থাৎ তানজিন তিশা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। সিনেমা নিয়ে বরাবরের মতো বাড়িয়েছেন দেশি গণমাধ্যমের সঙ্গে দূরত্ব। এ প্রসঙ্গে এখনো তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। দিতেও চান না। ফলে প্রশ্ন জেগেছে, সত্যিই কি অভিনয় করছেন নাকি আলোচনায় থাকতেই ফাঁকা আওয়াজ দিচ্ছেন এ অভিনেত্রী। নিজেকে ‘সেইফ জোনে’ রাখতেই নিজে মুখে কুলুপ এঁটে, অন্য ব্যক্তিকে দিয়ে বলাচ্ছেন, বিষয়টি এ রকমই মনে করছেন নেটিজনরা। কারণ, এ সিনেমা নিয়ে গত কয়েকদিন ধরেই গণমাধ্যমে সংবাদ প্রচার হচ্ছে। কিন্তু এখনও অভিনেত্রীর কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না। এদিকে অনেকেই বলছেন, বলিউড অভিনেতার বিপরীতে প্রথম সিনেমা করতে যাচ্ছেন এ অভিনেত্রী। এটি তার জন্য বড় একটি সুযোগ হতে যাচ্ছে। তবে এর উলটোদিকে তাকালে দেখা যায় শারমান যোশি অভিনেতা হিসাবে ভালো হলেও, তারকাখ্যাতির দিক থেকে তালিকার অনেক নিচে। তাছাড়া এ অভিনেতার একক সিনেমার সাফল্যও নেই বলিউডে। যেকটি সিনেমা সাফল্য পেয়েছে সেগুলোতে মূল নায়ক অন্য কেউ। তাই অভিনেতা হিসাবে শারমন যোশিকে বলিউডের প্রথম শ্রেণির তারকা বলা যায় না। যদি তার বিপরীতে অভিনয়ের জন্য তিশা বড় পর্দায় যাত্রা শুরুর আগেই নিজেকে নিজেই অন্যমাত্রায় নিয়ে যান বা গণমাধ্যমে সঙ্গে দূরত্ব তৈরি করেন, তাহলে সিনেমায় ক্যারিয়ারের শুরুতেই হোঁচট খাওয়ার মতোই কিছু ঘটাতে চলেছেন তিনি।