ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নাসেরের অজানা শহরে

নাসেরের অজানা শহরে

এক শহরে ঘুরতে গিয়ে ভিন্ন জগতের দুটি অপরিচিত মানুষের কাছে আসার গল্প হলো ‘অজানা শহরে’। ১১ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন নাসের হাসিব সিদ্দিকী। বিজ্ঞাপনচিত্র নির্মাতা হলেও নাসের নিজের শিল্পীসত্তা দিয়ে এই গল্পে মুন্সিয়ানা দেখিয়েছেন চমৎকারভাবেই। সেইসঙ্গে চিত্রনাট্যের কাজটি করেছেন দারুণভাবে। ক্লোজআপ নিবেদিত ও ইন্ডি রিলস প্রযোজিত ‘অজানা শহরে’ সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে ১৪ সেপ্টেম্বর। মুক্তির পর থেকেই নেটিজেনদের মাঝে বেশ আলোচিত হচ্ছে কাজটি। মএতে গল্পের মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন শারজিল আহমেদ ও আফিয়া তাবাসসুম বর্ণ। তাদের প্রাণবন্ত চরিত্রায়নে সম্পর্কের আবেগ ও পরিণতি ফুটে উঠেছে। দুজনের অনস্ক্রিন কেমিস্ট্রি গল্পটিকে করেছে আরও জীবন্ত ও বাস্তব।

কোন ভাবনা থেকে অজানা শহরে নির্মাণ করেছেন জানতে চাইলে পরিচালক নাসের হাসিব সিদ্দিকী বলেন, ‘একজন বিজ্ঞাপন নির্মাতা হিসেবে আমার ইচ্ছা ছিল সিনেমার স্বত্তাকে ব্র্যান্ডেড স্টোরিটেলিংয়ের সহজলভ্যতার সঙ্গে মিশিয়ে দেওয়া। ক্লোজআপ সবসময়ই একসঙ্গে থাকার বার্তা উদযাপন করেছে। আর এই ছবিতে আমি চেষ্টা করেছি অরিজিনাল, আনপলিশড আর মানবিক একটি গল্প উপহার দিতে। যেখানে প্রতিটি দৃষ্টি, নীরবতা আর দ্বিধাই অনেক বেশি কিছু বলে ফেলে।’ তিনি আরও যোগ করেন ‘এই কাজটি আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ ছিল; যা আমাকে আমার গল্প বলার স্বপ্নের আরও কাছে নিয়ে যাচ্ছে। এত প্রতিভাবান অভিনেতা আর সহকর্মীদের সঙ্গে কাজ করার সুযোগ আমাকে এই ভিশনকে হৃদয়স্পর্শী আর চিত্ররূপে কবিতার মতো করে গড়ে তুলতে সাহায্য করেছে। আমি আশা করি আমাদের দর্শকরা এই ছবিতে জীবনের কোলাহলের ভেতর একটুখানি আনন্দের মুহূর্ত খুঁজে পাবেন। সেটিই হবে আমাদের পুরো দলের সবচেয়ে বড় সাফল্য।’

বিগত ৫ বছরে প্রায় ১৫০টির বেশি টিভিসি-ওভিসি নির্মাণ করেছে ইন্ডি রিলস। সেই প্রতিষ্ঠানের নির্বাহী প্রযোজক দিদারুল ইসলাম শিশির ছিলেন এই গল্পের প্রযোজনায়। এই কাজটা নিয়ে শিশির তার অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমি চেষ্টা করেছি নিখুঁত পরিকল্পনা আর বাস্তবায়নের মধ্যে দিয়ে কাজটিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার। এখন দর্শকদের কাছে কাজটা ভালো লাগলেই আমাদের স্বার্থকতা।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত