ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মৌ খানের ‘বান্ধব’ ছবির বিরুদ্ধে চুরির অভিযোগ

মৌ খানের ‘বান্ধব’ ছবির বিরুদ্ধে চুরির অভিযোগ

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি প্রতীক্ষিত ছবিগুলোর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে সুজন বড়ুয়ার ‘বান্ধব’। তবে ছবি মুক্তির আগেই চুরির দায়ে নাম জড়াল ‘বান্ধব’ সিনেমা। কথাসাহিত্যিক বিশ্বজিৎ দাসের অভিযোগ, অনুমতি ছাড়াই তার লেখা গল্প ‘মানুষ’ থেকে এ সিনেমার কাহিনী চুরি করা হয়েছে। গতকাল সোমবার ফেসবুকে এক পোস্টে বিশ্বজিৎ লেখেন, ‘২০০৯ সালে ‘মৌচাকে ঢিল’ পত্রিকায় প্রকাশিত আমার ছোটগল্প সময় পাঠকের বিপুল সাড়া ফেলেছিল। ওই বইয়ের প্রতিটি সংস্করণে ‘মানুষ’ নামের একটি গল্প রয়েছে। সুজন বড়ুয়ার ‘বান্ধব’ সিনেমার ট্রেলার দেখে আমি নিশ্চিত হয়েছি ছবিটির গল্প ওই গল্প থেকে নেওয়া। অথচ আমাকে জিজ্ঞেস করা হয়নি, নামও ব্যবহার করা হয়নি।’ এরপর তিনি যোগ করেন, ‘আমি কোনোদিন কাউকে এই গল্পের সিনেমা বা নাটক নির্মাণের স্বত্ব দেইনি। এটি সম্পূর্ণ চৌর্যবৃত্তি। আমি সিনেমার বিরোধিতা করছি না, পরিচালক-প্রযোজক এই মুভির গল্পকার হিসেবে স্বীকৃতি দিলে খুশি হব।’ এদিকে, অভিযোগ প্রসঙ্গে ‘বান্ধব’-এর পরিচালক বা প্রযোজকের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। সিনেমাটি পরিচালনা করেছেন সুজন বড়ুয়া। ময়লা আবর্জনায় ভরা ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া একটি জন্ম পরিচয়হীন শিশুর জীবন গল্প উঠে এসেছে ‘বান্ধব’ সিনেমায়। এ ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন মৌ খান। তিনি বলেন, ‘এই সিনেমায় নিজেকে নতুন করে আবিষ্কার করেছি। এবারই প্রথম নিজেকে নায়িকা না ভেবে একজন অভিনেত্রী ভেবে কাজ করেছি। আমার জন্য পুরো জার্নিটা চ্যালেঞ্জিং ছিল। আমি নিজেও অপেক্ষায় ছিলাম কবে মুক্তি পাবে, অবশেষে মুক্তি পাচ্ছে। আশা করি, সিনেমাটি দর্শকরা পছন্দ করবেন।’ মৌ খান ছাড়া আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, জয় রাজ, সুমিত সেনগুপ্ত, হাবিব খান প্রমুখ। আগামী ৩ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘বান্ধব’ সিনেমা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত