ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কবিতা-গানের আনন্দঘন সন্ধ্যা ‘আমার মুক্তি আলোয় আলোয়’

কবিতা-গানের আনন্দঘন সন্ধ্যা ‘আমার মুক্তি আলোয় আলোয়’

যাপিত জীবনে নাগরিক ক্লান্তির মধ্যে হেমন্ত এসেছে। শহরের অলিগলিতে শীতের পরশ নাগরিক জীবনে কিছুটা শান্তির পরশ দেয়। কোলাহলপূর্ণ এই সময়ে গত শনিবার সন্ধ্যায় রাজধানীর ছায়ানটে হয়ে গেল সাংস্কৃতিক সংগঠন নন্দন-এর আবৃত্তি ও গানের যুগল সম্মিলন ‘আমার মুক্তি আলোয় আলোয়’। এতে আবৃত্তি-গান পরিবেশন করেন নন্দিত আবৃত্তিশিল্পী ও সংগঠক সুকান্ত গুপ্ত এবং সংগীতশিল্পী ও শিক্ষক সামিয়া আহসান। আবৃত্তিশিল্পী বর্ষা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন নন্দনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবৃত্তিশিল্পী জয়ন্ত রায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত